নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালর থেকে মো. সুলতান বাবু (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) দুপুরে লাশটি ময়না তদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন। নিহত সুলতান বাবু (১৯) উপজেলা কাজি পাড়া এলাকার মো. সোলেমানের ছেলে। ধারনা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুলতান বাবু ।
স্হানীয়রা জানায় মঙ্গলবার সকালে সুলতানকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত্যু বলে ঘোষণা দেন। পুলিশে খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া সুলতানা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার গলায় ফাঁস এর চিহ্ন রয়েছে।
সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।