Dhaka ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আমি নিজেও বিপদে আছি: ফজলুর রহমান বাবু

চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার একটি মামলায় এই নায়িকাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠনো হয়।

তবে মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি।

এদিকে, এই নায়িকাকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে আসে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার কথা। সিনেমায় ‘শেখ হাসিনার’ চরিত্র রূপায়ন করেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত এই সিনেমায় বাংলাদেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করেন। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পরে তিনিও নাকি বিপদে আছেন, এমনটিই জানিয়ে ছিলেন এই অভিনেতা।

গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে ফজলুর রহমান বাবু বলেন, নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে উনি কি অভিনয় করার জন্য বন্দি হয়েছেন, নাকি অন্য কোনো কারণে, সেটা আমাদের কাছে পরিষ্কার না। যদি খুব পরিষ্কার করে বলি তাহলে বলতে হবে- নিজেও বিপদে আছি।

উল্লেখ্য, ভারতের শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তি পায়। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালে। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক আরিফিন শুভ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও যাদের দেখা গেছে- নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

সৈয়দপুরে শতাধিক স্পটে বসে জুয়ার আসর

আমি নিজেও বিপদে আছি: ফজলুর রহমান বাবু

Update Time : ০২:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার একটি মামলায় এই নায়িকাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠনো হয়।

তবে মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি।

এদিকে, এই নায়িকাকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে আসে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার কথা। সিনেমায় ‘শেখ হাসিনার’ চরিত্র রূপায়ন করেন নুসরাত ফারিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত এই সিনেমায় বাংলাদেশের গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করেন। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পরে তিনিও নাকি বিপদে আছেন, এমনটিই জানিয়ে ছিলেন এই অভিনেতা।

গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে ফজলুর রহমান বাবু বলেন, নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে উনি কি অভিনয় করার জন্য বন্দি হয়েছেন, নাকি অন্য কোনো কারণে, সেটা আমাদের কাছে পরিষ্কার না। যদি খুব পরিষ্কার করে বলি তাহলে বলতে হবে- নিজেও বিপদে আছি।

উল্লেখ্য, ভারতের শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তি পায়। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৯ সালে। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক আরিফিন শুভ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও যাদের দেখা গেছে- নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরকে।