বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মাগুরার আয়োজনে মঙ্গলবার বিকলে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন জেলা মডেল আর্দশ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র-এ নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারী।
এ কর্মসূচিতে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন মন্দিরের পুরোহিতগণ অংশগ্রহণ করেন। তারা নিরাপদ খাদ্য বিষয়ে নিজেদের মতামত প্রদান করেন এবং সমাজে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন যে, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সকলের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় নেতা হিসেবে ইমাম ও পুরোহিতদের ভূমিকা অগ্রগণ্য। তিনি এ ব্যাপারে তাদেরকে ভুমিকা রাখার আহবান জানান।