টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নে অবস্থিত ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ মে (বুধবার) সকাল ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবগঠিত এই এডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মির্জাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান। এছাড়া অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ এম এ মতিন।
আনুষ্ঠানিক এই পরিচিতি সভাটি সঞ্চালনা করেন আনাইতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলহাস মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র সরকার নবনির্বাচিত কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, “প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমরা নবগঠিত কমিটির সাথে সমন্বয় করে কাজ করতে চাই। সেইসাথে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”
সভায় বক্তব্য রাখতে গিয়ে নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, “এই প্রতিষ্ঠানের পেছনে যারা জমি, অর্থ, শ্রম, বুদ্ধি ও সন্তান দিয়ে অবদান রেখেছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চাই, সকলের সহযোগিতায় শিক্ষার গুণগত মান ও অবকাঠামোগত উন্নয়নে আমরা একসাথে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমার নেতা—বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং মির্জাপুর উপজেলার সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী যে উদ্দেশ্য নিয়ে আমাকে সভাপতি হিসেবে এই প্রতিষ্ঠানে কাজ করার অনুপ্রেরণা দিয়েছেন, আমি যেন সেই লক্ষ্যে অবিচল থেকে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মির্জাপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল জিহাদীর পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আগত অতিথি ও উপস্থিত সবার মাঝে খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।