Dhaka ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দুর্গম যমুনা চরে খামারিকে হত্যা করে ৩ গরু লুট

সিরাজগঞ্জের চৌহালীতে  দুর্গম যমুনা  চরে খামারি  তারা মিয়া (৬৫)কে শ্বাসরোধে হত্যা করে তার তিনটি গরু লুট করে নিয়ে গেছে একদল ডাকাত । মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউনিয়ার চরে এ নির্মম হত্যা ও লুটের ঘটনা ঘটে। নিহত তারা মিয়া চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
নিহত তারা মিয়া তার নাতি ইব্রাহিম খলিল (১৮)কে সঙ্গে নিয়ে ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়ার চরে অস্থায়ী ঘর তুলে সেখানে থাকতেন আর কৃষিকাজ ও গবাদিপশু পালন করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল রামদা ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ঘরে হামলা চালায়। প্রথমে ডাকাতদল তার নাতি ইব্রাহিমকে মারধর করে একটি বস্তায় ঢুকিয়ে বস্তার মুখ বেধে তাকে আটকে রাখে। এরপর তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘরে থাকা তিনটি গরু লুট করে ডাকাতদল নৌকাযোগে যমুনা নদীপথে পালিয়ে যায়। খবর পেয়ে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত তারা মিয়ার ভাগ্নে আকরাম মোল্লা জানান, খামারে বিশাল সাইজের অনেকগুলো গরু ছিল। কদিন আগে সেগুলো বাড়িতে নেয়া হয়েছে । অনেক আগে থেকেই পরিকল্পনা করে কিন্তু ডাকাতি করতে এসে বড় গরু না পেয়ে হয়তো বা উত্তেজিত হয়ে নানাকে  হত্যা করে নাতিকে বেঁধেও রেখে যায়।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। চর থেকে দুইটি গরু উদ্ধার করা হয়ছে । এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার পর চরবাসির মধ্যে চরম ডাকাত আতঙ্ক বিরাজ করছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

খুলনায় জলবায়ু ঝুঁকিকে মাথায় রেখে নগর ব্যবস্থাপনা সাজানো হবে:পরিকল্পনায় বুয়েট

সিরাজগঞ্জে দুর্গম যমুনা চরে খামারিকে হত্যা করে ৩ গরু লুট

Update Time : ০২:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
সিরাজগঞ্জের চৌহালীতে  দুর্গম যমুনা  চরে খামারি  তারা মিয়া (৬৫)কে শ্বাসরোধে হত্যা করে তার তিনটি গরু লুট করে নিয়ে গেছে একদল ডাকাত । মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউনিয়ার চরে এ নির্মম হত্যা ও লুটের ঘটনা ঘটে। নিহত তারা মিয়া চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
নিহত তারা মিয়া তার নাতি ইব্রাহিম খলিল (১৮)কে সঙ্গে নিয়ে ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়ার চরে অস্থায়ী ঘর তুলে সেখানে থাকতেন আর কৃষিকাজ ও গবাদিপশু পালন করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল রামদা ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ঘরে হামলা চালায়। প্রথমে ডাকাতদল তার নাতি ইব্রাহিমকে মারধর করে একটি বস্তায় ঢুকিয়ে বস্তার মুখ বেধে তাকে আটকে রাখে। এরপর তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘরে থাকা তিনটি গরু লুট করে ডাকাতদল নৌকাযোগে যমুনা নদীপথে পালিয়ে যায়। খবর পেয়ে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত তারা মিয়ার ভাগ্নে আকরাম মোল্লা জানান, খামারে বিশাল সাইজের অনেকগুলো গরু ছিল। কদিন আগে সেগুলো বাড়িতে নেয়া হয়েছে । অনেক আগে থেকেই পরিকল্পনা করে কিন্তু ডাকাতি করতে এসে বড় গরু না পেয়ে হয়তো বা উত্তেজিত হয়ে নানাকে  হত্যা করে নাতিকে বেঁধেও রেখে যায়।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। চর থেকে দুইটি গরু উদ্ধার করা হয়ছে । এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার পর চরবাসির মধ্যে চরম ডাকাত আতঙ্ক বিরাজ করছে।