নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম বালাপাড়া থেকে এক ব্যাক্তির ৫ গরু চুরি হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে মুদি দোকানদার আতা শাহ ওরফে ভোলার বাড়ি থেকে চুরির ঘটনা ঘটেছে।
স্হানীয়রা জানায় প্রতিদিনের ন্যায় মুদি দোকানী রাতে ঘুমিয়ে পড়েন,ওই রাতে চোরেরা গোয়াল ঘরের দরজার তালা ভেঙে ৫ টি গরু নিয়ে যায়। কিন্তু রাতে হালকা বৃষ্টি থাকায় বাড়ির লোকজন টের পায়নি। তারা আরো বলেন, রাস্তায় পিকআপ দ্বাড়ানো ছিল।
ধারণা করা হচ্ছে চোরেরা গরু পিক-আপে করে নিয়ে গেছে। ৫ গরুর দাম হতে পারে প্রায় ৫ লাখ টাকার মতো। গত এক মাসে ওই এলাকা থেকে মোট ১০ টি গরু চুরি হয়েছে বলে জানান তারা।
ওই এলাকার ইউপি সদস্য মো. মহির উদ্দিন চুরির সত্যতা নিশ্চিত করেন। কুরবানী ঈদকে সামনে রেখে চোরেরা তাদের চুরির কর্মকাণ্ডে তৎপর রয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, গরু চুরির ঘটনা শুনেছি। কিন্তু কেউই চুরির ঘটনা নিয়েঅভিযোগ করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।