কুড়িগ্রামের উলিপুরে আফাদ এনজিও এর আয়োজনে সরকারি বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে সমাজের অবহেলিত প্রতিবন্ধিদের সহায়তায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উলিপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোছাঃ রেবা বেগম।
হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের অর্থায়নে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের কৃষিবিদ মোঃ তাইজুল ইসলাম, আফাদের প্রজেক্ট কোঅর্ডিনেটর কাজল কুমার রায়, টেকনিক্যাল অফিসার হাবিবা বেগম, উলিপুর থানা প্রতিনিধি বাবুল মিয়া, শাহজালাল, শাহানা আকতার প্রমুখ। সভায় আসন্ন দুর্যোগকালীন সময়ে প্রতিবন্ধিদের জন্য বিশেষ ব্যাবস্থাপনা রাখতে উপস্থিত প্রতিবন্ধিরা উদাত্ত্ব আহবান জানায়।