কক্সবাজারে ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৫) বীচ ফুটবল টূর্ণামেন্ট।উভয় গ্রুপে আটটি বিভাগীয় দলের অংশগ্রহণে বুধবার বিকেলে সমুদ্র সৈকতের ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে এ টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়।তিনদিনব্যাপী এ টূর্ণামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল হোসেন।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। অনুষ্ঠানে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বক্তব্য রাখেন। এ সময় ক্রীড়া পরিদপ্তরসহ বিভাগীয় ক্রীড়া কর্মকর্তা, টিম ম্যানেজার ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় ঢাকা ও বরিশাল বিভাগের বালক- বালিকা (অনুর্ধ্ব-১৫) দল অংশ নেয়।
বালক গ্রুপে বরিশাল ৩ – ২ গোলে ঢাকা বিভাগকে এবং বালিকা গ্রুপে টাইব্রেকারে বরিশাল ৩-২ গোলে ঢাকা বিভাগীয় দলকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ছিল ১ -১ গোলে ড্র । ২৩ মে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।