ঢাকায় গিয়ে নিখোঁজ হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি মোঃ মনিরুজ্জামানসহ চারজন। এ ঘটনায় ওই সাংবাদিকের স্ত্রী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। তারা দুই ধরে নিখোঁজ রয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তাদের খোঁজ মিলেনি।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর থানার জুম্বাবাড়ী, কামারকুমুল্লী এলাকার আঃ ছালামের ছেলে মোঃ মনিরুজ্জামান। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানার লতিফপুর এলাকায় বাসা ভাড়া থেকে দৈনিক কালবেলা পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি হিসেবে কাজ করেন। এছাড়াও তার সঙ্গে থাকা আব্দুল্লাহ আল মামুন ও নিরঞ্জন সরকার অপর দুই ব্যক্তি নিখোঁজ হন। অপরজনের নাম জানা যায়নি।
এলাকাবাসী, নিখোঁজের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে দৈনিক কালবেলা পত্রিকার গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি মোঃ মনিরুজ্জামানসহ চারজন ঢাকার উদ্দেশ্যে উপজেলার কালিয়াকৈর বাসষ্টেশন এলাকার বাসা থেকে একটি প্রাইভেটকারে উঠেন। ওই প্রাইভেটকার যোগে তারা রাজধানী ঢাকায়। এরপর তারা আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। তারা ঢাকায় অবস্থানকালে ওইদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সাংবাদিক মনিরুজ্জামান তার স্ত্রী সালমা আক্তারের সাথে মোবাইল ফোনে কথা বলেছেন। কিন্তু সন্ধ্যার দিকে তার মোবাইল ফোন বন্ধ পান তার স্ত্রী সালমা আক্তার। এ ঘটনায় ওই সাংবাদিক মনিরুজ্জামানের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে পরের দিন বুধবার সকালে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, মনিরুজ্জামানের পরিচিত নিরঞ্জন সরকার নামের এক চালকের বেনশন রঙের একটি প্রাইভেটকার (ভাড়ায় চালিত) নিয়ে আব্দুল্লাহ আল মামুন ও অপর আরেক অজ্ঞাত যুবককে নিয়ে মঙ্গলবার সকাল সাতটার দিকে বাসা থেকে বের হয়ে ঢাকায় যান।
মনিরুজ্জামান বাসা থেকে বের হওয়ার আগে স্ত্রী সালমাকে বলে যান তার মোবাইলে না পাইলে আব্দুল্লাহ আল মামুনের মোবাইলে যোগাযোগ করার জন্য বলেন। বিকেল পাঁচটার দিকে তার স্ত্রী মোবাইলে যোগাযোগ করলে তার সাথে কথাও হয়। এর পর সন্ধ্যার দিকে আবার মনিরুজ্জামানের স্ত্রী মোবাইলে যোগাযোগ করলে তখন তার মোবাইল ফোন বন্ধ পান। পরে আব্দুল্লাহ আল মামুনের মোবাইলে ফোন দিলে সেই মোবাইল ফোনও বন্ধ পান। মনিরুজ্জামানের স্ত্রী পরিবারের সদস্যরা সারা রাত মোবাইলে ফোন দিয়ে চেষ্টা করা হলেও দুইজনের মোবাইল ফোন বন্ধ পান। ঢাকায় গিয়ে দুইদিন ধরে ওই সাংবাদিকসহ তারা চারজন নিখোঁজ রয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। এদিকে দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামানের নিখোঁজের বিষয়টি উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। খবর পাওয়ার পর বিভিন্ন পত্রিকা ও টিভির সাংবাদিকরা তার বাসায় গিয়ে খোঁজ খবর নিয়েছেন।
সাংবাদিক মনিরুজ্জামানের স্ত্রী সালমা আক্তার বলেন, ওই সকালে কালিয়াকৈর বাসষ্টেশন এলাকা থেকে ভাড়ায় চালিত পরিচিত প্রাইভেটকার চালক নিরঞ্জন সরকার নামের এক ব্যক্তির প্রাইভেটকার নিয়ে মনিরুজামান ও আব্দুল্লাহ আল মামুন ও অজ্ঞাত আরেক যুবক ঢাকায় যান। এসময় মনিরুজ্জামান তাকে বলেছিলেন তার মোবাইলে না পাইলে আব্দুল্লাহ আল মামুনের মোবাইলে যোগাযোগ করতে। কিন্তু মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তাদের মধ্যে কেউ বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত বাসায় ফিরে আসেনি। তবে স্বামীকে দ্রুত উদ্ধার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন ওই সাংবাদিক মনিরুজ্জামানের স্ত্রী সালমা আক্তার।
কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন বলেন, একজন সাংবাদিক ঢাকায় নিখোঁজ হওয়ায় আমাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে আমরা অতিদ্রুত মনিরুজ্জামানের সন্ধান চাই।
এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ঢাকায় গিয়ে নিখোঁজ সাংবাদিক মনিরুজ্জামানের স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে আমরা তার অবস্থান শনাক্ত ও নিখোঁজদের উদ্ধারের কাজ করছি।