Dhaka ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় দেরিতে স্কুলে আসায় শিক্ষককে শোকজ

নওগাঁর বদলগাছী উপজেলার ১২০ নং পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা সুমিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। মঙ্গলবার সকালে স্কুলে আসতে দেরি করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে এ নোটিশ প্রদান করেন প্রধান শিক্ষক তারাজুল ইসলাম।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার পাহাড়পুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন অজুহাতে স্কুলে দেরি করে আসেন। ওই বিদ্যালয়ে বর্তমানে ৬ জন শিক্ষক কর্মরত আছেন এরমধ্যে ৪ জন শিক্ষকই প্রধান শিক্ষকের নিকটাত্মীয়। প্রধান শিক্ষক আত্মীয় হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে তারা স্কুলে দেরিতে আসেন। সরকারি বিধিমতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ের উপস্থিতি হতে হবে কিন্তু সেই নিয়মকে তোয়াক্কা না করে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা সুমি আজ মঙ্গলবার (২০ মে) সকাল ৯ টা ৫০মিনিটে স্কুলে উপস্থিত হন। বিষয়টি সাংবাদিক জানার পর প্রধান শিক্ষককের কাছে জানতে চাইলে ওই শিক্ষকের দেরিতে আসার কথা স্বীকার করেন। এ ঘটনাটি সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিবকে জানালে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষক তারাজুলকে সেই শিক্ষককে শোকজের নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, দেরি করে আসা ওই শিক্ষককে শোকজ করার নির্দেশনা দিয়েছি প্রধান শিক্ষককে।

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারাজুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা সুমিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

খুলনায় জলবায়ু ঝুঁকিকে মাথায় রেখে নগর ব্যবস্থাপনা সাজানো হবে:পরিকল্পনায় বুয়েট

নওগাঁয় দেরিতে স্কুলে আসায় শিক্ষককে শোকজ

Update Time : ১২:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

নওগাঁর বদলগাছী উপজেলার ১২০ নং পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা সুমিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। মঙ্গলবার সকালে স্কুলে আসতে দেরি করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে এ নোটিশ প্রদান করেন প্রধান শিক্ষক তারাজুল ইসলাম।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার পাহাড়পুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন অজুহাতে স্কুলে দেরি করে আসেন। ওই বিদ্যালয়ে বর্তমানে ৬ জন শিক্ষক কর্মরত আছেন এরমধ্যে ৪ জন শিক্ষকই প্রধান শিক্ষকের নিকটাত্মীয়। প্রধান শিক্ষক আত্মীয় হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে তারা স্কুলে দেরিতে আসেন। সরকারি বিধিমতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ের উপস্থিতি হতে হবে কিন্তু সেই নিয়মকে তোয়াক্কা না করে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা সুমি আজ মঙ্গলবার (২০ মে) সকাল ৯ টা ৫০মিনিটে স্কুলে উপস্থিত হন। বিষয়টি সাংবাদিক জানার পর প্রধান শিক্ষককের কাছে জানতে চাইলে ওই শিক্ষকের দেরিতে আসার কথা স্বীকার করেন। এ ঘটনাটি সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিবকে জানালে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষক তারাজুলকে সেই শিক্ষককে শোকজের নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, দেরি করে আসা ওই শিক্ষককে শোকজ করার নির্দেশনা দিয়েছি প্রধান শিক্ষককে।

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারাজুল ইসলাম বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা সুমিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।