Dhaka ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী শিপনকে কারণ দর্শানোর নোটিশ

বাগেরহাটে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যকাজী খায়রুজ্জমান শিবলী কে চাঁদা দাবিসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি।
বুধবার ২১ মে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাজী খায়রুজ্জামান শিপন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন প্রচার চালাচ্ছেন। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদাবাজি, ঘের দখল, নিজ দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি, নিরীহ মানুষকে জিম্মি করাসহ অনৈতিক কাজের অভিযোগ রয়েছে।
সবশেষ গত ১৬ মে শুক্রবার মোরেলগঞ্জ উপজেলার বারইখালি ইউনিয়নের উত্তরসূতারলী গ্রামের প্রবাসী জাহিদের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়া হয়। শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল ও তার লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
প্রবাসীর পরিবারের শিপন কাজীর ভাই রাসেল কাজীর দাবি করা ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ খাবার ফেলে দেওয়া হয়েছে। দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়ার ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় নেতাকর্মীদের ধারণা, দীর্ঘদিনের অনৈতিক কর্মকাণ্ড ও খাবার ফেলে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় তাকে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রবাসী জাহিদের ভাই নাজমুল হাসান রানার স্ত্রী মুকুল বেগম বলেন, বিএনপি নেতা কাজী খাইরুজ্জামান শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল আমার স্বামীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় রাসেল তার অনুসারী নাইম, রোমিওসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে এসে দোয়া মাহফিলের খাবার ফেলে দেন।
তবে এসব ঘটনায় এখন পর্যন্ত পরিবারটি কোনো অভিযোগ করেনি, আর পুলিশও কোনো আইনি ব্যবস্থা নেয়নি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কুড়িগ্রামের রৌমারী দুর্ধর্ষ ডাকাতি, পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ লক্ষাধিক টাকার মালামাল লুট

বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী শিপনকে কারণ দর্শানোর নোটিশ

Update Time : ০৪:২৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
বাগেরহাটে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যকাজী খায়রুজ্জমান শিবলী কে চাঁদা দাবিসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি।
বুধবার ২১ মে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাজী খায়রুজ্জামান শিপন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন প্রচার চালাচ্ছেন। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তার বিরুদ্ধে বিভিন্ন সময় চাঁদাবাজি, ঘের দখল, নিজ দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি, নিরীহ মানুষকে জিম্মি করাসহ অনৈতিক কাজের অভিযোগ রয়েছে।
সবশেষ গত ১৬ মে শুক্রবার মোরেলগঞ্জ উপজেলার বারইখালি ইউনিয়নের উত্তরসূতারলী গ্রামের প্রবাসী জাহিদের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়া হয়। শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল ও তার লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
প্রবাসীর পরিবারের শিপন কাজীর ভাই রাসেল কাজীর দাবি করা ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ খাবার ফেলে দেওয়া হয়েছে। দোয়া মাহফিলের খাবার ফেলে দেওয়ার ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় নেতাকর্মীদের ধারণা, দীর্ঘদিনের অনৈতিক কর্মকাণ্ড ও খাবার ফেলে দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় তাকে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রবাসী জাহিদের ভাই নাজমুল হাসান রানার স্ত্রী মুকুল বেগম বলেন, বিএনপি নেতা কাজী খাইরুজ্জামান শিপনের চাচাতো ভাই কাজী সাইফুজ্জামান রাসেল আমার স্বামীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় রাসেল তার অনুসারী নাইম, রোমিওসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে এসে দোয়া মাহফিলের খাবার ফেলে দেন।
তবে এসব ঘটনায় এখন পর্যন্ত পরিবারটি কোনো অভিযোগ করেনি, আর পুলিশও কোনো আইনি ব্যবস্থা নেয়নি।