Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মমতাজ ৬ দিনের রিমান্ডে

সাবেক এমপি ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় চারজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায়।

বৃহস্পতিবার (২২ মে) মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়।

শুনানিতে তার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম ও জাহিদ খান উজ্জ্বল।

এর আগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছিলেন।

মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবার জাতীয় সংসদে নির্বাচিত হন। পরে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি দলীয় বিদ্রোহী প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। বর্তমানে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

তার বিরুদ্ধে পরিবহন চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ, চাকরি বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায়। এছাড়া এমপি থাকা অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য ও সংসদ অধিবেশনে গান গেয়ে আলোচনায় আসেন তিনি।

এদিকে, আদালত চত্বর ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শতাধিক বিক্ষুব্ধ জনতা মমতাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে। তারা ডিম ও জুতা ছুড়ে প্রতিবাদ জানায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

মানিকগঞ্জ জেলা পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, মামলার তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

মমতাজ ৬ দিনের রিমান্ডে

Update Time : ০১:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

সাবেক এমপি ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত, ২০১৩ সালে সিংগাইরের গোবিন্দল এলাকায় চারজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায়।

বৃহস্পতিবার (২২ মে) মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়।

শুনানিতে তার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম ও জাহিদ খান উজ্জ্বল।

এর আগে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছিলেন।

মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবার জাতীয় সংসদে নির্বাচিত হন। পরে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি দলীয় বিদ্রোহী প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন। বর্তমানে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

তার বিরুদ্ধে পরিবহন চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ, চাকরি বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায়। এছাড়া এমপি থাকা অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য ও সংসদ অধিবেশনে গান গেয়ে আলোচনায় আসেন তিনি।

এদিকে, আদালত চত্বর ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শতাধিক বিক্ষুব্ধ জনতা মমতাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে। তারা ডিম ও জুতা ছুড়ে প্রতিবাদ জানায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

মানিকগঞ্জ জেলা পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, মামলার তদন্তের স্বার্থে রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।