সৈয়দপুরে গতিরোধক (বিট) অপসারনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২মে) দুপুর ১২ টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারী হাট অটো স্ট্যান্ডে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় এলাকার ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুই কিলোমিটার সড়কে ২৯ টি গতিরোধক। এ সকল গতিরোধকে কোথাও চিহ্ন নেই। এতে প্রায় সময় মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হন। কয়েকদিন আগে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পিছনে এক নারী আরোহীর মুত্যু হয়। এতে দিন দিন ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে ওইসব গতিরোধক। হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান বলেন, এমন গতি রোধক দুর্ঘটনা প্রবন এলাকায় হয়। ফাকা সড়কে এতগুলো গতিরোধক কিভাবে দেয়া হয়েছে বুঝতে পারছি না। যে গতিরোধকের জন্য মানুষের ভোগান্তি হয়,সেটা না থাকাই উচিত।
ওই ইউনিয়নের বিএনপি সভাপতি আনিসুল হক চৌধুরী বলেন, এই সড়কটি হলো মানুষের প্রধান সড়ক। সেখানে অপরিকল্পিতভাবে দেয়া হয়েছে অসংখ্য গতিরোধক। দুর্ঘটনা রোধের বদলে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে ওইসব গতিরোধক । গতিরোধকের কারনে শুধু গাড়ির ক্ষতিই হচ্ছে না, দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে কয়েকগুণ। আমরা স্থানীয়রা এগুলো দ্রুত অপসারণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।