Dhaka ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আবেগঘন বার্তায় রিয়াল ছাড়ার ঘোষণা দিলেন মদরিচ

লুকা মদরিচ স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম ছেড়ে। গত ১৩ বছরে ক্লাবের হয়ে গড়েছেন শিরোপা জয়ের ইতিহাস। অবশেষে গৌরবময় এই অধ্যায়ের ইতি ঘটাতে যাচ্ছেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মদরিচ।

আগামী শনিবার লা লিগায় রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচ খেলবেন মদরিচ। আর আগামী ১৮ জুন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব ওয়ার্ল্ড কাপে রিয়ালের জার্সি গায়ে শেষবারের মতো নামবেন তিনি।

এক আবেগঘন বার্তায় মদরিচ বলেছেন,প্রিয় রিয়াল মাদ্রিদ ভক্তরা, সময় এসেছে। যে সময় আসুক, সেটা আমি কখনোই চাইনি। কিন্তু এটা ফুটবল, এবং জীবনে সবকিছুরই শুরু এবং শেষ আছে… শনিবার আমি সান্তিয়াগো বার্নাব্যুতে আমার শেষ ম্যাচ খেলব। আমি ২০১২ সালে বিশ্বের সেরা দলের জার্সি পরার আশা এবং দুর্দান্ত কিছু করার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম, কিন্তু এরপর কী হবে তা আমি কল্পনাও করতে পারিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা একজন ফুটবলার এবং একজন ব্যক্তি হিসেবে আমার জীবন বদলে দিয়েছে। ইতিহাসের সেরা ক্লাবের সবচেয়ে সফল যুগগুলির একটির অংশ হতে পেরে আমি গর্বিত।

রিয়ালের হয়ে ৫৯০ ম্যাচ খেলে ৪৩ গাল করেছেন মদ্রিচ। শেষ সময়ে রিয়ালের সবাইকে ধন্যবাদ জানিয়ে মদ্রিচ লেখেন,আমি ক্লাবকে, বিশেষ করে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, আমার সতীর্থ, কোচ এবং এই সময়জুড়ে যারা আমাকে সাহায্য করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এই বছরগুলোতে, আমি অবিশ্বাস্য মুহূর্ত, অসম্ভব বলে মনে হওয়া প্রত্যাবর্তন, ফাইনাল, উদযাপন এবং বার্নাব্যুতে জাদুকরী রাতের অভিজ্ঞতা অর্জন করেছি… আমরা সবকিছু জিতেছি, এবং আমি খুব খুশি। খুব, খুব খুশি। কিন্তু শিরোপা এবং জয়ের বাইরেও, আমি রিয়াল মাদ্রিদের সকল ভক্তদের স্নেহ আমার হৃদয়ে বহন করছি।

মদ্রিচ স্ট্যাটাসের শেষে লেখেন,আপনাদের সকলের সঙ্গে আমার যে বিশেষ সংযোগ এবং আমি কতটা সমর্থন, শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করেছি এবং এখনও অনুভব করছি, তা কীভাবে ব্যাখ্যা করব তা আমি সত্যিই জানি না। আপনাদের দেখানো সম্মান এবং স্নেহ আমি কখনোই ভুলব না। আমি (ভালোবাসায়) পূর্ণ হৃদয় নিয়ে চলে যাচ্ছি। (যেটি) গর্ব, কৃতজ্ঞতা এবং অমোচনীয় স্মৃতিতে ভরা। যদিও ক্লাব বিশ্বকাপের পরে আমি আর মাঠে এই জার্সিটি পরব না, তবে আমি সবসময়ই রিয়াল মাদ্রিদের একজন ভক্ত থাকব। আমরা আবার দেখা করব। রিয়াল মাদ্রিদ সর্বদা আমার বাড়ি থাকবে, আজীবনের জন্য। হালা মাদ্রিদ এবং অন্য কিছুই নয়। লুকা মড্রিচ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

খুলনায় জলবায়ু ঝুঁকিকে মাথায় রেখে নগর ব্যবস্থাপনা সাজানো হবে:পরিকল্পনায় বুয়েট

আবেগঘন বার্তায় রিয়াল ছাড়ার ঘোষণা দিলেন মদরিচ

Update Time : ০৮:০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

লুকা মদরিচ স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম ছেড়ে। গত ১৩ বছরে ক্লাবের হয়ে গড়েছেন শিরোপা জয়ের ইতিহাস। অবশেষে গৌরবময় এই অধ্যায়ের ইতি ঘটাতে যাচ্ছেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মদরিচ।

আগামী শনিবার লা লিগায় রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ম্যাচ খেলবেন মদরিচ। আর আগামী ১৮ জুন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব ওয়ার্ল্ড কাপে রিয়ালের জার্সি গায়ে শেষবারের মতো নামবেন তিনি।

এক আবেগঘন বার্তায় মদরিচ বলেছেন,প্রিয় রিয়াল মাদ্রিদ ভক্তরা, সময় এসেছে। যে সময় আসুক, সেটা আমি কখনোই চাইনি। কিন্তু এটা ফুটবল, এবং জীবনে সবকিছুরই শুরু এবং শেষ আছে… শনিবার আমি সান্তিয়াগো বার্নাব্যুতে আমার শেষ ম্যাচ খেলব। আমি ২০১২ সালে বিশ্বের সেরা দলের জার্সি পরার আশা এবং দুর্দান্ত কিছু করার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম, কিন্তু এরপর কী হবে তা আমি কল্পনাও করতে পারিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা একজন ফুটবলার এবং একজন ব্যক্তি হিসেবে আমার জীবন বদলে দিয়েছে। ইতিহাসের সেরা ক্লাবের সবচেয়ে সফল যুগগুলির একটির অংশ হতে পেরে আমি গর্বিত।

রিয়ালের হয়ে ৫৯০ ম্যাচ খেলে ৪৩ গাল করেছেন মদ্রিচ। শেষ সময়ে রিয়ালের সবাইকে ধন্যবাদ জানিয়ে মদ্রিচ লেখেন,আমি ক্লাবকে, বিশেষ করে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ, আমার সতীর্থ, কোচ এবং এই সময়জুড়ে যারা আমাকে সাহায্য করেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এই বছরগুলোতে, আমি অবিশ্বাস্য মুহূর্ত, অসম্ভব বলে মনে হওয়া প্রত্যাবর্তন, ফাইনাল, উদযাপন এবং বার্নাব্যুতে জাদুকরী রাতের অভিজ্ঞতা অর্জন করেছি… আমরা সবকিছু জিতেছি, এবং আমি খুব খুশি। খুব, খুব খুশি। কিন্তু শিরোপা এবং জয়ের বাইরেও, আমি রিয়াল মাদ্রিদের সকল ভক্তদের স্নেহ আমার হৃদয়ে বহন করছি।

মদ্রিচ স্ট্যাটাসের শেষে লেখেন,আপনাদের সকলের সঙ্গে আমার যে বিশেষ সংযোগ এবং আমি কতটা সমর্থন, শ্রদ্ধা ও ভালোবাসা অনুভব করেছি এবং এখনও অনুভব করছি, তা কীভাবে ব্যাখ্যা করব তা আমি সত্যিই জানি না। আপনাদের দেখানো সম্মান এবং স্নেহ আমি কখনোই ভুলব না। আমি (ভালোবাসায়) পূর্ণ হৃদয় নিয়ে চলে যাচ্ছি। (যেটি) গর্ব, কৃতজ্ঞতা এবং অমোচনীয় স্মৃতিতে ভরা। যদিও ক্লাব বিশ্বকাপের পরে আমি আর মাঠে এই জার্সিটি পরব না, তবে আমি সবসময়ই রিয়াল মাদ্রিদের একজন ভক্ত থাকব। আমরা আবার দেখা করব। রিয়াল মাদ্রিদ সর্বদা আমার বাড়ি থাকবে, আজীবনের জন্য। হালা মাদ্রিদ এবং অন্য কিছুই নয়। লুকা মড্রিচ।