জাতীয় ঐক্য রক্ষায় ত্যাগ ও সংহতির আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (২২ মে) রাত ১১টা ২৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে আজহারী বলেন, জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে।
তিনি আরও স্মরণ করিয়ে দেন, ‘ভুলে গেলে চলবে না স্বাধীনতা অর্জনের চেয়ে সেটিকে রক্ষা করা অনেক বেশি কঠিন। শান্ত হোন, ঐক্যবদ্ধ থাকুন।