বাংলাদেশ প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ শীর্ষক এক সেমিনার গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।মাগুরা জেলা সমাজসেবা বিভাগ এ সেমিনারের আয়োজন করে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জাকির হোসেন সেমিনারে সভাপতিত্ব করেন।
আলোচক হিসেবে মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, অনিন্দিতা রায় পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় খুলনা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।মাগুরা শহর সমাজসেবা কর্মকর্তা আবু মুছার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আগারগাঁও সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান।সেমিনারে র্যাপোটিয়ার ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, প্রবেশন অফিসার মেহেতাজ আরা। মাগুরা শহর সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন।
সেমিনারে মূল প্রবন্ধে জানান হয় দেশে আয়ের দিক দিয়ে পিছিয়ে পড়া বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর ৫৭ লাখ মানুষের মধ্যে বেদে, তাঁতী, কামার,কুমার ও জেলে সম্প্রদায়েরই হতদরিদ্র মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এ-ই বিপুল জনগোষ্ঠীকে দারিদ্রসীমা থেকে বের করে আনতে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রবন্ধে উল্লেখ করা হয় ৫৭ লাখ মানুষকে অর্থনীতির মূলস্রোতে আনতে না পারলে দেশের অর্থনীতি টেকসই হবেনা। প্রবন্ধে প্রকল্পের মূল উদ্দেশ্য হিসেবে বলা হয় প্রান্তিক পেশাজীবী জাতিগোষ্ঠীর দক্ষতার মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করণের নিমিত্তে জীবনমান উন্নয়ন। মূল উদ্দশ্য রয়েছে প্রান্তিক পেশাজীবী জাতিগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ সমাজের মূল শ্রোতধারায় সম্পৃক্ত করনের নিমিত্ত জীবনমান উন্নয়ন।মাগুরা জেলায় জরিপকৃত প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির স্যখ্যা কামার ২৮৫, কুমার ৩৭৬, নাপিত ৯২৩, বাস- বেত প্রস্তুতকারী ১৭৪৯, কাঁসা পিতল প্রস্তুতকারী ২, জুতা প্রস্তুতকারী ১৩২, লোকজ যন্ত, ৬, নকশীকাঁথা ৩৭ ও লোকজ শিল্পী ২৫ জন রযেছে। সেমিনারে তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।