নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ
প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে তিনদিন ব্যাপী ভূমি মেলার
উদ্বোধন করেন। উপজেলার ভূমি অফিসের আয়োজনে রবিবার সকালে এ ভূমি মেলার
উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেয়ে ভূমি অফিসে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
কাউছার আহাম্মেদ। পরে উপজেলা ভূমি অফিসের কাননগো আব্দুল আলীমের
সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা
মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান,
ভূমি মালিক ও সেরা করদাতা হাজী নুরুল ইসলাম রতন, কালিয়াকৈর মডেল
প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আফসার খান বিপুলসহ আরো অনেকে। এসময় উপস্থিত
ছিলেন- উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,
ভূমি মালিক, সাংবাদিক বৃন্দ। সভায় ভূমিকর সহজ ভাবে প্রদান, নিয়মিত কর
প্রদানে সুবিধাসহ ভূমি বিষয়ে আলোচনা করা হয়।