নাগরিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর জনবান্ধব ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় ভূমি মেলা- ২০২৫ জনসdazচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৫ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ কাজী মুহাম্মদ আতিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুমন আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা সুমি বেগম, মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন ও উপজেলা এনসিপি নেতা মোহাইমেনুর রহমান সানা প্রমুখ। এর আগে সকালে একটি র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।