Dhaka ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি দমন কমিশন দুদক আয়োজিত খুলনায় গণশুনানি অনুষ্ঠানে পুলিশ কমিশনার কেএমপি

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে আজ রোববার ২৫ মে সকাল ৯টা ৩০ মিনিটে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানি ‍অনুষ্ঠিত হয়। গণশুনানির এবারের প্রতিপাদ্য “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) জনাব মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জনাব হাফিজ আহসান ফরিদ এবং খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার। গণশুনানি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।

গণশুনানি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, তরুণ প্রজন্ম যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিকভাবে অঙ্গীকারবদ্ধ হয় তাহলে দেশ ও জাতিকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে। সুযোগের অভাবে সৎ না থেকে প্রকৃত অর্থেই সৎ হতে হবে। তাহলে দেশটা দ্রুত উন্নয়নের দিকে ধাবিত হবে। ইয়াং জেনারেশন সংযত থেকে নিজেদের উপর আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে দুর্নীতিমুক্ত থাকার ক্ষেত্রে সফল হবে। ভালো কাজের জন্য পুরস্কারের পাশাপাশি দুর্নীতি কমাতে হলে কঠোর শাস্তির ব্যবস্থা থাকতে হবে। তিনি প্রত্যাশা করেন সবার নিজ নিজ জায়গা থেকে সততা ও নৈতিকতার চর্চা এবং দেশপ্রেমের কমিটমেন্টের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে ও দুর্নীতিমুক্ত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) জনাব মোঃ আকতার হোসেন; খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম; খুলনা জেলার পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন; দুর্নীতি দমন কমিশন, খুলনার উপপরিচালক জনাব আব্দুল ওয়াদুদ-সহ সেবাপ্রত্যাশী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেট এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কোস্টগার্ড অস্ত্র ও গোলাবারুদ ও সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক

দুর্নীতি দমন কমিশন দুদক আয়োজিত খুলনায় গণশুনানি অনুষ্ঠানে পুলিশ কমিশনার কেএমপি

Update Time : ০৪:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে আজ রোববার ২৫ মে সকাল ৯টা ৩০ মিনিটে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানি ‍অনুষ্ঠিত হয়। গণশুনানির এবারের প্রতিপাদ্য “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) জনাব মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জনাব হাফিজ আহসান ফরিদ এবং খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার। গণশুনানি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।

গণশুনানি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, তরুণ প্রজন্ম যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিকভাবে অঙ্গীকারবদ্ধ হয় তাহলে দেশ ও জাতিকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে। সুযোগের অভাবে সৎ না থেকে প্রকৃত অর্থেই সৎ হতে হবে। তাহলে দেশটা দ্রুত উন্নয়নের দিকে ধাবিত হবে। ইয়াং জেনারেশন সংযত থেকে নিজেদের উপর আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে দুর্নীতিমুক্ত থাকার ক্ষেত্রে সফল হবে। ভালো কাজের জন্য পুরস্কারের পাশাপাশি দুর্নীতি কমাতে হলে কঠোর শাস্তির ব্যবস্থা থাকতে হবে। তিনি প্রত্যাশা করেন সবার নিজ নিজ জায়গা থেকে সততা ও নৈতিকতার চর্চা এবং দেশপ্রেমের কমিটমেন্টের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে ও দুর্নীতিমুক্ত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) জনাব মোঃ আকতার হোসেন; খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম; খুলনা জেলার পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন; দুর্নীতি দমন কমিশন, খুলনার উপপরিচালক জনাব আব্দুল ওয়াদুদ-সহ সেবাপ্রত্যাশী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেট এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।