জাতিয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি মাগুরা রবিবার সকালে তাদের হলরুমে শিশুদের রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিযোগিতায় ৫ টি গ্রুফে শতাধীক প্রতিযোগি অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, অধ্যাপক রমেশ চন্দ্র দাস, অধ্যাপক খান শফিউল্লা, অধ্যাপক দেলোয়ার হোসেন খান।
অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাগুরা শিশু একাডেমির লাইব্রেরিয়ান ইকবাল তালুকদার। প্রতিযোগিতা আবৃত্তিতে ক গ্রুফে ১ম তানিম মাহমুদ রূপন্তি ২য় কাজী তাজিম রহমান ৩য় উম্মে হানি। খ গ্রুফে ১ম আমাতুল্রা তানিয়া ২য় মাহবুব ইসলাম ৩ য় সাইদা আলম গ গ্রুফে ১ম অরনি মোস্তাফিজ ওশিন ২য় তারিন তাসনুভা ৩য় সৃজা বিশ্বাস।
রচনা প্রতিযোগিতায় ক গূফে ১ম রঞ্জন রাজ,২য় মাহবুবা ইসলাম, ৩য সৃজন বিশ্বাস খ গ্রুফে ১ম প্রিয়াংকা বিশ্বাস ২য় অন্নেষা বিশ্বাস ৩য় আনুস্কা বিশ্বাস।