কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে পুলিশ লাইনের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়া কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্তরের অনুষ্ঠান ২৫ মে ২০২৫ইং রবিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্ধারকৃত ১৬ টি মোবাইল ফোন পুলিশ সুপার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এসময় সভাপতি তার মূল্যবান বক্তব্যে সকলকে মোবাইল হারিয়ে/চুরি হয়ে গেলে জিডি/মামলা করার পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে অভিমত ব্যক্ত করেন।