আশাশুনিতে সড়ক দুর্ঘটনায়১৮ মাসের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬জন। আহতরা হলেন পাইকগাছার আব্দুল আজিজের স্ত্রী ফতেমা খাতুন (২৫) নিহত শিশুর মা শাপলা খাতুন(২০) নানী নাজমা খাতুন(৪৫) হযরত আলী (৪৫) বাকা দরগাহপুরের মোজাম্মেল এবং সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে রাশেদ আলী। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার ২৫ মে সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, নিহত শিশু মোস্তাকিম রবিবার সকালে তার মা শাপলা খাতুন ও নানী নাজমা খাতুনের সাথে খুলনার পাইকগাছার শ্রীকন্ঠপুর গ্রাম থেকে ইজিবাইকযোগে সাতক্ষীরায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে দহাকুলা মোড়ে পৌঁছুলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এসময় শিশু মোস্তাকিম তার মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় এখনো আটক করা যায়নি।