Dhaka ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

৩০বছর পর আজ শুরু হচ্ছে নওগাঁ ডিসি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা

দীর্ঘ ৩০বছর পর আজ রোববার (২৫ মে) থেকে নওগাঁয় শুরু হতে হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। জেলার ১১টি উপজেলার দল নিয়ে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রকাশ করা হয়েছে ফিকচার। প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের দল গঠন করেছেন।

জেলা স্টেডিয়াম মাঠে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।             এমন আয়োজনে জেলাজুড়ে নতুন করে ফুটবল খেলার জমজমাট ও উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনবে বলে মনে করছেন নওগাঁর ক্রীড়াবিদরা।

প্রকাশিত টুর্ণামেন্টের ফিকচার অনুসারে আগামীকাল জেলা স্টেডিয়ামে বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে পোরশা উপজেলা দল বনাম পত্নীতলা উপজেলা দল খেলবেন। এরপর ২৬ মে সাপাহার উপজেলা দল বনাম আত্রাই উপজেলা দল, ২৭ মে রাণীনগর উপজেলা দল বনাম ধামইরহাট উপজেলা দল, ৩০ মে বদলগাছী উপজেলা দল বনাম নিয়ামতপুর উপজেলা দল, ৩১ মে নওগাঁ সদর উপজেলা দল বনাম মহাদেবপুর উপজেলা দল খেলবে। ফাইনাল খেলার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে ফিকচারে উল্লেখ করা হয়েছে। প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ফুটবল খেলোয়ারদের নিয়ে উপজেলা ভিত্তিক দল গঠন করা হয়েছে।

জানা গেছে, এক সময় ফুটবল ও হ্যান্ড বল খেলার জগতে পুরো দেশজুড়ে নওগাঁর দখল ছিলো দীর্ঘদিনের। জাতীয় ফুটবল দলের খেলোয়ার এনামুল হক, আজিম উদ্দিনসহ মাঠ কাপানো অসংখ্য খেলোয়ারদের জন্ম হয়েছে এই নওগাঁয়। কিন্তু ৯০ দশকের পর থেকে রাজনৈতিক মেরুকরণ ও উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাবসহ বিভিন্ন কারণে খেলার জগত থেকে ধীরে ধীরে নওগাঁর সুনাম হারাতে বসে। খেলার ভুবন থেকে জেলার সেই হারানো ঐতিহ্য ফিরে আনতে নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে জেলা ক্রীড়া সংস্থা। সর্বশেষ ১৯৯১-৯৪ সাল পর্যন্ত নওগাঁতে আন্ত:জেলা ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো। এরপর দীর্ঘ ৩০বছর এই টুর্ণামেন্ট আর অনুষ্ঠিত হয়নি। নওগাঁর হারিয়ে যাওয়া খেলার সেই যৌবন নতুন করে ফিরিয়ে আনতে এবং বর্তমান ও আগামী প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করতে এবং ঝিমিয়ে পড়া জেলা ক্রীড়া সংস্থাকে নতুন করে উজ্জ্বীবিত করার উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন। সেই উদ্যোগের অংশ হিসেবেই আগামীকাল থেকে নওগাঁ আন্তঃ উপজেলা ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে। এতে করে জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী ফুটবল খেলোয়াড়দের বের করে আনা অনেক সহজ হবে। পরবর্তীতে আন্তঃ জেলা পর্যায়ে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে বলে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। কিন্তু দিন যতই যাচ্ছে ততই আমরা প্রযুক্তির অপব্যবহারে নিজেদেরকে বিলিন করে দিচ্ছি। এতে করে সমাজে নানা ধরণের অপকর্মের আধিক্য বেড়ে যাচ্ছে। বিশেষ করে যুব সমাজ, বর্তমান ও আগামীর প্রজন্মরা খেলাধুলা থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে সমাজে অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। অথচ যখন একজন মানুষ নিয়মিত খেলাধুলা করার সুযোগ পায় তখন সেই মানুষ ধীরে ধীরে সকল খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে।

তিনি আরো বলেন, একসময় পুরো দেশজুড়ে নওগাঁর ফুটবল খেলোয়ারদের সুনাম ছিলো। সেই হারিয়ে যাওয়া সুনাম পুনরায় ফিরিয়ে আনতে বেশি বেশি ফুটবল খেলার আয়োজন করে জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী ফুটবল খেলোয়ারদের খুঁজে বের করে একটি শক্তিশালী ফুটবল দল গঠন করার কোন বিকল্প নেই। এতে করে নওগাঁর যুবকরা ফুটবল খেলার প্রতি আগ্রহী হয়ে উঠবেন। তাই পুনরায় নওগাঁতে নিয়মিত খেলাধুলার একটি সুস্থ ও সুন্দর পরিবেশ বিনির্মাণ করতেই মূলত আন্ত:উপজেলা ডিসি গোল্ডকাপ টুর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে। আশা রাখি নওগাঁবাসী জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। এতে করে খেলার জগত থেকে নওগাঁর হারিয়ে যাওয়া স্বর্ণালী দিনের রাজত্ব পুনরায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

খুলনায় জলবায়ু ঝুঁকিকে মাথায় রেখে নগর ব্যবস্থাপনা সাজানো হবে:পরিকল্পনায় বুয়েট

৩০বছর পর আজ শুরু হচ্ছে নওগাঁ ডিসি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা

Update Time : ০৮:২৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

দীর্ঘ ৩০বছর পর আজ রোববার (২৫ মে) থেকে নওগাঁয় শুরু হতে হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। জেলার ১১টি উপজেলার দল নিয়ে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রকাশ করা হয়েছে ফিকচার। প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের দল গঠন করেছেন।

জেলা স্টেডিয়াম মাঠে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।             এমন আয়োজনে জেলাজুড়ে নতুন করে ফুটবল খেলার জমজমাট ও উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনবে বলে মনে করছেন নওগাঁর ক্রীড়াবিদরা।

প্রকাশিত টুর্ণামেন্টের ফিকচার অনুসারে আগামীকাল জেলা স্টেডিয়ামে বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে পোরশা উপজেলা দল বনাম পত্নীতলা উপজেলা দল খেলবেন। এরপর ২৬ মে সাপাহার উপজেলা দল বনাম আত্রাই উপজেলা দল, ২৭ মে রাণীনগর উপজেলা দল বনাম ধামইরহাট উপজেলা দল, ৩০ মে বদলগাছী উপজেলা দল বনাম নিয়ামতপুর উপজেলা দল, ৩১ মে নওগাঁ সদর উপজেলা দল বনাম মহাদেবপুর উপজেলা দল খেলবে। ফাইনাল খেলার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে ফিকচারে উল্লেখ করা হয়েছে। প্রতিটি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ফুটবল খেলোয়ারদের নিয়ে উপজেলা ভিত্তিক দল গঠন করা হয়েছে।

জানা গেছে, এক সময় ফুটবল ও হ্যান্ড বল খেলার জগতে পুরো দেশজুড়ে নওগাঁর দখল ছিলো দীর্ঘদিনের। জাতীয় ফুটবল দলের খেলোয়ার এনামুল হক, আজিম উদ্দিনসহ মাঠ কাপানো অসংখ্য খেলোয়ারদের জন্ম হয়েছে এই নওগাঁয়। কিন্তু ৯০ দশকের পর থেকে রাজনৈতিক মেরুকরণ ও উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাবসহ বিভিন্ন কারণে খেলার জগত থেকে ধীরে ধীরে নওগাঁর সুনাম হারাতে বসে। খেলার ভুবন থেকে জেলার সেই হারানো ঐতিহ্য ফিরে আনতে নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে জেলা ক্রীড়া সংস্থা। সর্বশেষ ১৯৯১-৯৪ সাল পর্যন্ত নওগাঁতে আন্ত:জেলা ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো। এরপর দীর্ঘ ৩০বছর এই টুর্ণামেন্ট আর অনুষ্ঠিত হয়নি। নওগাঁর হারিয়ে যাওয়া খেলার সেই যৌবন নতুন করে ফিরিয়ে আনতে এবং বর্তমান ও আগামী প্রজন্মকে খেলার প্রতি আগ্রহী করতে এবং ঝিমিয়ে পড়া জেলা ক্রীড়া সংস্থাকে নতুন করে উজ্জ্বীবিত করার উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন। সেই উদ্যোগের অংশ হিসেবেই আগামীকাল থেকে নওগাঁ আন্তঃ উপজেলা ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হতে যাচ্ছে। এতে করে জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী ফুটবল খেলোয়াড়দের বের করে আনা অনেক সহজ হবে। পরবর্তীতে আন্তঃ জেলা পর্যায়ে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে বলে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে নিয়মিত খেলাধুলা চর্চার কোন বিকল্প নেই। কিন্তু দিন যতই যাচ্ছে ততই আমরা প্রযুক্তির অপব্যবহারে নিজেদেরকে বিলিন করে দিচ্ছি। এতে করে সমাজে নানা ধরণের অপকর্মের আধিক্য বেড়ে যাচ্ছে। বিশেষ করে যুব সমাজ, বর্তমান ও আগামীর প্রজন্মরা খেলাধুলা থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে সমাজে অপরাধমূলক কর্মকান্ড বেড়েই চলেছে। অথচ যখন একজন মানুষ নিয়মিত খেলাধুলা করার সুযোগ পায় তখন সেই মানুষ ধীরে ধীরে সকল খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে।

তিনি আরো বলেন, একসময় পুরো দেশজুড়ে নওগাঁর ফুটবল খেলোয়ারদের সুনাম ছিলো। সেই হারিয়ে যাওয়া সুনাম পুনরায় ফিরিয়ে আনতে বেশি বেশি ফুটবল খেলার আয়োজন করে জেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী ফুটবল খেলোয়ারদের খুঁজে বের করে একটি শক্তিশালী ফুটবল দল গঠন করার কোন বিকল্প নেই। এতে করে নওগাঁর যুবকরা ফুটবল খেলার প্রতি আগ্রহী হয়ে উঠবেন। তাই পুনরায় নওগাঁতে নিয়মিত খেলাধুলার একটি সুস্থ ও সুন্দর পরিবেশ বিনির্মাণ করতেই মূলত আন্ত:উপজেলা ডিসি গোল্ডকাপ টুর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে। আশা রাখি নওগাঁবাসী জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। এতে করে খেলার জগত থেকে নওগাঁর হারিয়ে যাওয়া স্বর্ণালী দিনের রাজত্ব পুনরায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।