মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে ঈদকে সামনে রেখে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঢাকা-মাগুরা মহাসড়কে ২৫ মে সকালে পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সিরাজুল ইসলাম ও মো: রাফাত আল মেহেদী।
অভিযানে ফিটনেসবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন, ট্যাক্স টোকেনবিহীন, রুট পারমিটবিহীন যানবাহন এবং হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সিরাজুল ইসলাম কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে ৫টি মামলা দায়ের করে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাফাত আল মেহেদী কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতে ৫টি মামলায় ২০ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়। মহা সড়কের উপর মোবাইল কোর্ট পরিচালনা করায় যান
জটের সৃষ্টি হয়। জনগন পড়ে ভোগান্তিতে।জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানায়।