মাগুরা সদর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা সোমবার ২৬ মে সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফজাল হোসেন, মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী,মাদক নিয়ন্ত্রন্ত্রন অধিদপ্তরের পরিষদর্শক এস এম জাফরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এলাকার সার্বিক চিত্র তুলে ধরেন। বিশেষ করে আগামী ঈদ শান্তিপূর্ণ ভাবে যাতে উদযাপন করতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের বিষয়ে গুরুত্ব দেয়ার আহবান জানান। সভার সভাপতি তার বক্তব্যে উপজেলার আইন শৃঙ্খলা যে কোন মূল্যে শান্তিপূর্ণ রাখা হবে বলে উল্লেখ করেন।