রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন।
গতকাল রোববার (২৫ মে) দিনগত রাতে গুদারাঘাটে সাবেক কাইয়ুম কমিশনারের বাসার কাছে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় কামরুল আহসানকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কে বা কারা খুন করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্বজনরা।
বিএনপি নেতা কামরুল আহসান সাধনের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন বাড্ডা থানার ওসি।
নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন জানান, গুদারাঘাট ৪ নম্বর রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন। সেখানে কামরুলসহ আরও কয়েকজনসহ বসা ছিলেন। এর মাঝে হঠাৎ করে দুজন এসে এলোপাতাড়ি শ্যুট করে। দুজনই ছিলেন মাস্ক পড়া। গুলিতে কামরুল আহসান ঘটনাস্থলেই পরে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।