পুরাতন দুইটি ৫০০ টাকার নোট পরিবর্তনের সময় সিরাজগঞ্জের সলঙ্গায় দুই ইরানি যুবককে গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত পরিচয় ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।
সোমবার সকালে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেন। এরআগে, রোববার (২৫ মে) দুপুরে ভুইয়াগাঁতী বাজারের সুদীপ্ত ভৌমিক মার্কেটের পোল্ট্রি ফিড দোকানে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রোববার দুপুরে সুদীপ্ত ভৌমিক মার্কেটের একটি পোল্ট্রি ফিড দোকানে দুটি পুরাতন ৫০০ টাকার নোট পরিবর্তন করতে যান দুই ইরানি যুবক। দোকানদার সেটা পরিবর্তনও করে দেন। তবে সেটা নতুন না হওয়ায় তারা আবারও পরিবর্তন করে দিতে বলেন। কিন্তু কেউ কারও কথা ঠিকভাবে বুঝতে পারছিলেন না। একপর্যায়ে দোকানদার নতুন টাকা নাই বলে ক্যাশ বাক্স তাদের খুলে দেখায়। পরে মার্কেট ও আশপাশে থাকা স্থানীয়রা অজ্ঞানপার্টি সন্দেহে ইরানি নাগরিক হুসাইনকে কিলঘুষি ও চর থাপ্পড় দিয়ে জখম করে। তার সঙ্গে থাকা ৪০ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। একজনের হাতে থাকা লাঠি দিয়ে আস্কান নামের আরেক ইনারি নাগরিককে মাথায় ও পায়ে আঘাত করা হয়। এতে তার কপাল ও বাম পায়ে জখম হয়ে রক্তক্ষরণ হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। এঘটনায় ২০-২৫ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। এবিষয়ে রাতে ঢাকা থেকে আসা ইদ্রিস আলী নামের একজন দোভাষীর জিম্মায় দুই ইরানিকে ছেড়ে দেওয়া হয়েছে।