নীলফামারীর সৈয়দপুরে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। ২২ মে সোমবার কখনো থেমে থেমে বৃষ্টি আবার কখনো টানা বৃষ্টি। ফলে শহরের বাড়িঘর ও দোকানপাটে পানি উঠেছে। প্রধান সড়ক শহীদ ডা. জিকরুল হক সড়কেও পানি থৈ থৈ করছে। গ্রাম এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় কৃষকরা ধান কেটে ঘরে তুলতে পারছেন না।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, গত কয়েকদিনে ধরে এ জনপদে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। ফলে মানুষের কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। সোমবার দুপুর পর্যন্ত ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন ছিলো ১৮ মিলিমিটার বৃষ্টিপাত।
সৈয়দপুর শহরের বাঁশবাড়ি, মিস্ত্রিপাড়া, মুন্সিপাড়া, কুন্দল, কাজীপাড়ার হঠাৎপাড়া, কয়ানিজপাড়া, ও বাংগালীপুর নীজপাড়া সহ বিভিন্ন এলাকায় ড্রেনের পানি দ্রুত নিস্কাসন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাসাবাড়িতে পানি ওঠায় অনেকের রান্নাবান্নাও বন্ধ হয়ে গেছে।অনেকে উচু জায়গার আত্বীয় স্বজনের বাড়িতে পরিবার-পরিজন নিয়ে ঠাঁই নিয়েছেন।
এদিকে ভাড়ি বৃষ্টিপাতের ফলে বেশির ভাগ দোকানপাট খোলেনি। রিকশা, ভ্যান চালকরাও কাজের সন্ধানে বের হয়নি। এতে করে কর্মসংস্থানে টান পড়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী বলেন, আমরা সব খবরা খবর রাখছি। জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাসনের ব্যবস্হা নেয়া হচ্ছে বলে জানান তিনি