Dhaka ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রৌমারী মাদক ধরতে পুলিশের উপর হামলা ৮ রাউন্ড ফাঁকা গুলিতে  বাপবেটা আটক 

রৌমারীতে পুলিশ কতৃক মাদক সম্রাট বাপবেটা গ্রেপ্তার। গতকাল মঙ্গলবার ২৭ মে সকাল ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ লুৎফর রহমান, রৌমারী থানা অফিসার ইনচার্জ সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী নন্দলাল চৌধুরী অন্যান্য অফিসার ও ফোর্স সহ ৮ সদস্যের পুলিশ অভিযান টিমটি রৌমারী থানাধীন আলগারচর গ্রামের মৃত্যু চান মিয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন (৪৯) ও আনোয়ার হোসেনের পু্ত্র মানিক মিয়া (২৯) কে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

আনোয়ারের ঘর তল্লাশী করে ০৫ নং যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামের পলাতক আসামি এরশাদ (৩৭), ইসমাইল (৪০),এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে তাদের হেফাজত  হতে ৪.৫০০ (চার কেজি ৫০০ গ্রাম) কেজি গাঁজা,৩০৪৫ (তিন হাজার পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট , চারটি ১০০ রুপির নোট ৪০০ ইন্ডিয়ান রুপি,  ৩ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় এবং জব্দকৃত মালামাল সহ আসামিদের বসতবাড়ি হতে বের হওয়ার রাস্তায় আসলে গ্রেফতারকৃত আসামির আত্মীয়-স্বজন ওএলাকাবাসী গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্য দেশীয় অস্ত্র লাঠি, সোঠা, হাসুয়া, কাঁচি, চাপাতি নিয়ে পুলিশের উপর অতর্কিত ভাবে হামলা করে ইটপাটকেল ছুড়তে থাকে।

এক পর্যায়ে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন পুলিশ  নিরাপত্তাহীনতায় উপনীত হলে আত্ম রক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ০৮ রাউন্ড শটগালের ফাঁকা গুলি  করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে  গ্রেপ্তারকৃত  আসামিসহ উদ্ধারকৃত মাদক সহ  নৌকা যুগে নদীপথে পার হয়ে নিরাপদে থানায় পৌছায়।

ঘটনাস্থলে হামলাকারীদের আক্রমণে এএসআই মনির হোসেন, কনস্টেবল ২৯০ /রাকিবুল   আহত হয়। এএসআই মনির হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছ। কনস্টেবল রাকিব প্রাথমিক চিকিৎসা শেষে থানায় চলে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

খুলনায় জলবায়ু ঝুঁকিকে মাথায় রেখে নগর ব্যবস্থাপনা সাজানো হবে:পরিকল্পনায় বুয়েট

কুড়িগ্রামের রৌমারী মাদক ধরতে পুলিশের উপর হামলা ৮ রাউন্ড ফাঁকা গুলিতে  বাপবেটা আটক 

Update Time : ০৮:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

রৌমারীতে পুলিশ কতৃক মাদক সম্রাট বাপবেটা গ্রেপ্তার। গতকাল মঙ্গলবার ২৭ মে সকাল ৬টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ লুৎফর রহমান, রৌমারী থানা অফিসার ইনচার্জ সঙ্গীয় পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী নন্দলাল চৌধুরী অন্যান্য অফিসার ও ফোর্স সহ ৮ সদস্যের পুলিশ অভিযান টিমটি রৌমারী থানাধীন আলগারচর গ্রামের মৃত্যু চান মিয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন (৪৯) ও আনোয়ার হোসেনের পু্ত্র মানিক মিয়া (২৯) কে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

আনোয়ারের ঘর তল্লাশী করে ০৫ নং যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামের পলাতক আসামি এরশাদ (৩৭), ইসমাইল (৪০),এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে তাদের হেফাজত  হতে ৪.৫০০ (চার কেজি ৫০০ গ্রাম) কেজি গাঁজা,৩০৪৫ (তিন হাজার পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট , চারটি ১০০ রুপির নোট ৪০০ ইন্ডিয়ান রুপি,  ৩ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় এবং জব্দকৃত মালামাল সহ আসামিদের বসতবাড়ি হতে বের হওয়ার রাস্তায় আসলে গ্রেফতারকৃত আসামির আত্মীয়-স্বজন ওএলাকাবাসী গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্য দেশীয় অস্ত্র লাঠি, সোঠা, হাসুয়া, কাঁচি, চাপাতি নিয়ে পুলিশের উপর অতর্কিত ভাবে হামলা করে ইটপাটকেল ছুড়তে থাকে।

এক পর্যায়ে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন পুলিশ  নিরাপত্তাহীনতায় উপনীত হলে আত্ম রক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ০৮ রাউন্ড শটগালের ফাঁকা গুলি  করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে  গ্রেপ্তারকৃত  আসামিসহ উদ্ধারকৃত মাদক সহ  নৌকা যুগে নদীপথে পার হয়ে নিরাপদে থানায় পৌছায়।

ঘটনাস্থলে হামলাকারীদের আক্রমণে এএসআই মনির হোসেন, কনস্টেবল ২৯০ /রাকিবুল   আহত হয়। এএসআই মনির হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছ। কনস্টেবল রাকিব প্রাথমিক চিকিৎসা শেষে থানায় চলে যায়।