নীলফামারী জলঢাকায় তিনদিন ব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রংপুর বিভাগ কৃষি ও পল্লী উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় মঙ্গলবার দুপুরে “কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ( lSDB) এর অপারেশন টিম লিডার নাসের মোহাম্মাদ ইয়াকুব।
কৃষি মেলা উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সার্বিক আয়োজনে অফিসার্স ক্লাব প্রাঙ্গণের সামনে প্রশিক্ষণ, ফসল উৎপাদন, চাষাবাদকৃত ফসলের সঠিক পরিচর্চা এবং সুষম ফসল উৎপাদনের আলোকে কৃষকদের মাঝে অবহতিকরন সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি নাসের মোহাম্মদ ইয়াকুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র মনিটরিং অফিসার নূর আলম, জেলা অতিরিক্ত উপ-পরিচালক ডিএই জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার কামরুজ্জামান, বক্তব্য রাখেন কৃষক দল সভাপতি আমজাদ হোসেন। উক্ত মেলায় সাংবাদিক, প্রান্তিক পর্যায়ের কৃষক, ও উপকারভোগী কৃষক সমিতির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলার শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি ফিতা কেটে উদ্বোধন শেষে, মেলায় আগত বিভিন্ন ফলজ, ঔষধি, বনজ, রবিসশ্য, সহ মৌসুমী ফলজ বৃক্ষ স্টোল পরিদর্শন করেন।
এবারের কৃষি মেলায় জলঢাকা উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলা থেকে বিভিন্ন নার্সারি মালিকগনে স্টল প্রদর্শন করেন। প্রধান অতিথি’র বক্তব্যে নাসের মোহাম্মদ ইয়াকুব বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে ভাবে রবিশস্যসহ বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকেরা ভুমিকা রাখছে তা সত্যিই প্রসংশনীয়। আমি মনে করি এমন উৎপাদন অব্যহত থাকলে আগামীর বাংলাদেশ হবে কৃষি নির্ভরশীল এবং উন্নয়নশীল মেলায় অংশগ্রহণ কারী কৃষকদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও কৃষি অফিসের উদ্দ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরন করা হয়।