Dhaka ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভূমি সেবা ও সচেতনতার বার্তা নিয়ে মির্জাপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ সম্পন্ন

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’-এর সমাপ্তি ঘটেছে। জনসচেতনতামূলক নানা আয়োজনের মধ্য দিয়ে। মির্জাপুর উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এ মেলা জনসাধারণের মধ্যে ভূমি সংক্রান্ত সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুবিধা তুলে ধরার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।

মেলার শেষ দিনে, মঙ্গলবার (২৭ মে) বিকাল ৪টায় এক বিশেষ জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সেবাগ্রহীতা ও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সভায় উপজেলা ভূমি কর্মকর্তা সরকার গৃহীত আধুনিক ও ডিজিটাল ভূমি সেবাসমূহ—যেমন নামজারি, খতিয়ান প্রাপ্তি, অনলাইন মিউটেশন, ভূমি উন্নয়ন কর ইত্যাদি—সহ সাধারণ মানুষের জন্য চলমান ভূমি ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমি মেলার ভূমিকা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সার্বিকভাবে মেলা ছিল উৎসবমুখর এবং তথ্যবহুল, যেখানে জনগণ সরাসরি ভূমি সেবা সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পায়। অংশগ্রহণকারীদের মতে, এ ধরনের আয়োজনে সচেতনতা বাড়ার পাশাপাশি জনগণের আস্থাও বাড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

কোস্টগার্ড অস্ত্র ও গোলাবারুদ ও সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক

ভূমি সেবা ও সচেতনতার বার্তা নিয়ে মির্জাপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ সম্পন্ন

Update Time : ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’-এর সমাপ্তি ঘটেছে। জনসচেতনতামূলক নানা আয়োজনের মধ্য দিয়ে। মির্জাপুর উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এ মেলা জনসাধারণের মধ্যে ভূমি সংক্রান্ত সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুবিধা তুলে ধরার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।

মেলার শেষ দিনে, মঙ্গলবার (২৭ মে) বিকাল ৪টায় এক বিশেষ জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সেবাগ্রহীতা ও স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সভায় উপজেলা ভূমি কর্মকর্তা সরকার গৃহীত আধুনিক ও ডিজিটাল ভূমি সেবাসমূহ—যেমন নামজারি, খতিয়ান প্রাপ্তি, অনলাইন মিউটেশন, ভূমি উন্নয়ন কর ইত্যাদি—সহ সাধারণ মানুষের জন্য চলমান ভূমি ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভূমি মেলার ভূমিকা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সার্বিকভাবে মেলা ছিল উৎসবমুখর এবং তথ্যবহুল, যেখানে জনগণ সরাসরি ভূমি সেবা সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পায়। অংশগ্রহণকারীদের মতে, এ ধরনের আয়োজনে সচেতনতা বাড়ার পাশাপাশি জনগণের আস্থাও বাড়ে।