মাত্র ৪৮ ঘন্টার ব্যাবধানে আবারো পুশব্যাকের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোররাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত ১০১ নম্বর পিলারের কাছে ২০ নম্বর গেট দিয়ে ৩০ জনকে পুশব্যাক করেছে বিএসএফ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা আসা এসব নারী, পুরুষ ও শিশুদের নেওয়া হয়েছে মুজিবনগর থানা পুলিশের হেফাজতে।
আটক হওয়াদের মধ্যে ৭জন পুরুষ, ৮ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে কাজের সন্ধানে যায়। এক সপ্তাহ আগে হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বহরমপুরের একটি কারাগারে রাখে। পরে বিএসএফ তাদের সীমান্তে নিয়ে এসে বাংলাদেশে পুশব্যাক করে বলে জানিয়েছেন পুশব্যাক হয়ে আসা ব্যাক্তিরা।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে ৩০ জনকে আটক করার করে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের যাচাই-বাছাই চলছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৫ মে মুজিবনগর উপজেলার সোনাপুর সিমান্ত দিয়ে ১৯ জনকে পুশব্যাক করেছে বিএসএফ।