ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় কক্সবাজারে অনুষ্ঠিত মাসব্যাপী সাঁতার ও এ্যাথলেটিক্স প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৪)-২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ইনডোর স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব।জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সরোয়ার রোম্মন, মোহাম্মদ হোসাইনসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।পরে প্রশিক্ষকসহ সদর উপজেলার এ্যাথলেটিক্সে চল্লিশ জন ও সাঁতারে চল্লিশজন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।