জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে গিয়ে পুলিশের প্রতি তাদের প্রত্যাশার কথা শোনার জন্য বিভিন্ন কমিউনিটির সাথে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশের আয়োজন করা হচ্ছে।
আজ বুধবার ২৮মে বিকালে নগরীর খালিশপুর থানাধীন বাস্তুহারা কলোনী এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা, সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) জনাব সৌমেন্দ্র কুমার বাইন এবং খালিশপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মুরাদ হোসেন মিলন মতবিনিময়কালে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি জনগণের প্রত্যাশার পাশাপাশি নাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করেন।
উপস্থিত মানুষের প্রত্যাশা শ্রবণ করে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। পাশাপাশি জনগণকেও আইন মান্যতাসহ পুলিশের আইনী কার্যক্রমে সর্বাত্মক সহায়তা কামনা করা হয়। সমাবেশে উপস্থিত কয়েকজন তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।