খুলনা আদালত চত্বরে বাবুল দক্তের হোটেলে নোংরা পরিবেশ অস্বাস্থ্যকর খাবার বিক্রি করেন যারা দূর-দূরান্ত থেকে আদালত পাড়ায় আসেন তাদের অধিকাশই বাবুল দত্তের হোটেলের খাবারই খেয়ে থাকেন। তবে অধিকাংশ খাবারই নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তার হোটেলের খাবার খেয়ে খোদ আদালতে কর্মরত দুই জন অসুস্থ্য হয়েছেন।সরেজমিনে দেখা গেছে.মিষ্টি তৈরির মূল উপকরণ ছানা।
সেই ছানা রয়েছে খোলা আকাশের নিচে ফেলানো। তার ওপর দেখা যায় একটি পোকা মরে পড়ে আছে। ছানা রাখার পাত্রের চার পাশে বসে রয়েছে ম্যালেরিয়া জীবাণু ছাড়ানো মাছি। এর পাশে রয়েছে ভাতের বড় ডিস। তার ওপর দেওয়া ছিল না কোন ঢাকনা। হোটেলের ভেতর ছিল না মিডসেফ। একটি তাকে থরে থরে উন্মুক্ত অবস্থায় সাজানো খাবার পণ্য।
মঙ্গলবার ২৭ মে দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের রেকর্ড সহকারী কর্মকর্তা ওই হোটেলে খাবার খেতে গিয়ে বাঁধে হুলস্থুল কান্ড। খাবার শেষে পানি চাইলে তাকে নোংরা পানি ধরিয়ে দেয়।