Dhaka ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলার ৬০০ দিন নিহত ছাড়াল ৫৪ হাজার

ইসরায়েলি বাহিনীর হামলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে । ইজরায়েলী হামলায় এই শহরে লাশ ছাড়া আর কিছুই নেই, এবংনিরাপদ বলে কোনো স্থান বাকি নেই। আবার ত্রাণ সরবরাহ বন্ধ, গাজাবাসিদের জীবনযাপন এক নরকে পরিণত হয়ে উঠেছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইসরাইয়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দেড় শতাধিক। এতে করে এই উপত্যকায় মৃতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৬০০ দিন অতিবাহিত হলো।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫৪ হাজার ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৭৯ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৬৩ জন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনের ৬০০ দিনে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ১২৯।

গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৯০১ ফিলিস্তিনি নিহত এবং আরও ১১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

মেট্রোপলিটন শ্যূটিং ক্লাব,খুলনার বার্ষিক সাধারণ সভা আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলি হামলার ৬০০ দিন নিহত ছাড়াল ৫৪ হাজার

Update Time : ০৫:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

ইসরায়েলি বাহিনীর হামলা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে । ইজরায়েলী হামলায় এই শহরে লাশ ছাড়া আর কিছুই নেই, এবংনিরাপদ বলে কোনো স্থান বাকি নেই। আবার ত্রাণ সরবরাহ বন্ধ, গাজাবাসিদের জীবনযাপন এক নরকে পরিণত হয়ে উঠেছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইসরাইয়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দেড় শতাধিক। এতে করে এই উপত্যকায় মৃতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ৬০০ দিন অতিবাহিত হলো।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫৪ হাজার ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৭৯ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৬৩ জন। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনের ৬০০ দিনে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ১২৯।

গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৯০১ ফিলিস্তিনি নিহত এবং আরও ১১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।