বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় মেলা। উপজেলার ভাটরা ইউনিয়নের আচলতা বটতলা তিন মাথা এলাকায় বিস্তীর্ণ মাঠে এ ঘোড় দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। বিভিন্ন অঞ্চল থেকে আসা নানা রং ও আকারের ২০ টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয়। এ উপলক্ষ্যে এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় হরেক রকমের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসে দোকানিরা। মেলা প্রাঙ্গণে ছিল উৎসুক মানুষের ভিড়।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। এসময় তিনি বলেন, ঘোড় দৌড় মেলা আমাদের ঐতিহ্য বহন করে, এই সংস্কৃতি ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আল-হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম রানা।
এছাড়া অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সভাপতি ইসকেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহাবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম-আহŸায়ক আবু মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, স্বেচ্ছাসবকদল নেতা আলমগীর হোসেন আলম, সাগর হোসেন, শাহীন আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদল সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী ও নন্দীগ্রাম এমএইচ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শকিল প্রমুখ।
ঘোড়া দৌড় মেলার প্রতিষ্ঠাতা কফিল উদ্দিন বলেন, ঘোড়া দৌড় প্রতিযোগীতা বিলুপ্ত প্রায়। আমরা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি। দৌড় প্রতিযোগিতায় বাছাই শেষে সেরা দু’টি ঘোড়ার মালিককে পুরস্কৃত করা হয়। চূড়ান্ত লড়াইয়ে ১ম স্থান অধিকার করে শাজাহানপুর উপজেলার আঙ্গুর হোসেনের ঘোড়া ও ২য় স্থান অধিকার করে ধুনট উপজেলার শাহীন আলীর ঘোড়া।