রাজশাহীর তানোরে আল মদিনা হিমাগারে বিদ্যুৎ স্পর্শ হয়ে রানা আহমেদ (১৯) নামের এক ইলেক্ট্রিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ওই ইলেক্ট্রিশিয়ানের বাড়ি চান্দুড়িয়া ইউপির চান্দুড়িয়া গ্রামে। সে রেজাউল করিমের ছেলে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মৃত্যুর ঘটনাটি ঘটে। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, রানা আহমেদ দীর্ঘ কয়েক বছর ধরে আল মদিনা কোল্ডস্টোরে ইলেক্ট্রিশিয়ানের কাজ করত। গত কয়েকদিন ধরে মুল কোল্ড স্টোরের সাথে আরেকটি স্টোর তৈরি করা হচ্ছে। স্টোরে ঢালায় কাজের জন্য ভাইবেটারে লাইন মেরামতের সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে পড়ে যায়। কাজ করা শ্রমিক ও হিমাগারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার পরিবর্তন না হওয়ার কারনে দ্রুত রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। রামেকে চিকিৎসা ধীন অবস্থায় মারা যান রানা।
শ্রমিক আজিজুর জানান, ভাইবেটারের লাইনের সমস্যা হয়। তখন রানা অন্যদেরকে লাইন বন্ধ করতে বলে। এসময় লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়।
স্থানীয়রা জানান, মদিনা কোল্ড স্টোরের লোকজন শ্রমিকদের সঠিক নিরাপত্তা দিতে পারেনা। এর আগেও প্লাস্টার করার সময় শ্রমিকের মৃত্যু হয়। কর্তৃপক্ষ উদাসীন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার। কারন শ্রমিক মারা যাবে আর অর্থের বিনিময়ে সবকিছু সামাল দিবে এটা কি করে হয়।
থানার ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ রামেক হাসপাতালে আছে, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থাকলে ময়নাতদন্ত শেষে আইন গত ব্যবস্থা। আর তাদের কোন অভিযোগ না থাকলে মরদেহ হাসপাতাল থেকে নিয়ে দাফন সম্পন্ন করতে পারবে। তবে এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।