আজ পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে লিটন দাসের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠেয় এই ম্যাচে টসে হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।
পাকিস্তান টি-টোয়েন্টিতে সর্বশেষ সিরিজ হেরেছে নিউজিল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে। এর আগে ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার কাছেও হেরেছে তারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন আগের সিরিজেই। বাংলাদেশ সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন সালমান আগা। র্যাংকিংয়ে পাকিস্তানের অবস্থান আট; বাংলাদেশ আছে দশ নম্বরে।
পাকিস্তানের বিপক্ষে সব মিলিয়ে ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে ৩ জয়ের বিপরীতে হার ১৬টি।
দুই দলের একাদশ:
পাকিস্তান: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।
বাংলাদেশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।