Dhaka ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় শেখ হাসিনাসহ ১৫৫ জনের নামে মামলা করেন নয়ন মিয়া

বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে বগুড়ার সদর থানায় একটি মামলা দায়ের করাছে। গত বছরের ৪ আগস্টের ঘটনায় সোমবার (২৬ মে) রাতে নয়ন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি এবং আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, বগুড়ার জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়ার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার ছেলে জেলা যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, জেলা বিএনপির বহিষ্কৃত মহিলা দলের নেত্রী বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আসামিরা কাটা রাইফেল, অস্ত্র, ককটেল, হাতবোমা, লাঠিসোঁটা, নিয়ে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করেন। ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় বাদী নয়ন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতে জখম হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নয়ন মিয়া বাদী হয়ে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১৫৫ জনের নাম উল্লেখ ও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারে সদর থানা পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

খুলনায় জলবায়ু ঝুঁকিকে মাথায় রেখে নগর ব্যবস্থাপনা সাজানো হবে:পরিকল্পনায় বুয়েট

বগুড়ায় শেখ হাসিনাসহ ১৫৫ জনের নামে মামলা করেন নয়ন মিয়া

Update Time : ০৮:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে বগুড়ার সদর থানায় একটি মামলা দায়ের করাছে। গত বছরের ৪ আগস্টের ঘটনায় সোমবার (২৬ মে) রাতে নয়ন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি এবং আরও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, বগুড়ার জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়ার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজ, জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ ও তার ছেলে জেলা যুব সংহতির সভাপতি হোসাইন শরিফ সঞ্চয়, জেলা বিএনপির বহিষ্কৃত মহিলা দলের নেত্রী বিউটি বেগম, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আসামিরা কাটা রাইফেল, অস্ত্র, ককটেল, হাতবোমা, লাঠিসোঁটা, নিয়ে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করেন। ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় বাদী নয়ন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতে জখম হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত নয়ন মিয়া বাদী হয়ে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১৫৫ জনের নাম উল্লেখ ও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারে সদর থানা পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তিনি।