আজ বুধবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। তবে এই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি সিরিজে ভালো যায়নি টাইগারদের। ২-১ ব্যবধানে সিরিজ হেরে আসে টাইগাররা।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস পাকিস্তান সিরিজে আত্মবিশ্বাসী। তিনি প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের বিশ্বাস আছে, পৃথিবীর যেকোনো দলকে হারিয়ে দিতে পারি। আমরা যদি ধারাবাহিক হতাম, তাহলে হয়তো বিশ্বের সেরা দলগুলোর ভেতরই থাকতাম। আমরা যেহেতু পেছনের দল, তার মানে আমাদের কিছু ঘাটতি আছে। ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছি…কীভাবে ধারাবাহিক হওয়া যায়। প্রতিটা সিরিজে আলাদা আলাদা চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জগুলো কীভাবে নিচ্ছি, দল হিসেবে কীভাবে আমরা একসঙ্গে পারফর্ম করছি, এটা হলো আসল বিষয়।
লিটন দাস আরও বলেন, আমাদের বিশ্বাস আছে, পৃথিবীর যেকোনো দলকে হারিয়ে দিতে পারি। কিন্তু আমরা এখন ভালো ক্রিকেট খেলছি না। অতীতে কী ভালো ও খারাপ করেছি, তা জানি। এখন সামনে কীভাবে খেলব, তা নিয়ে ভাবছি।