ঢালিউড মেগাস্টার শাকিব খান ও সন্তান শেহজাদ খান বীরের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফেসবুকে বীর ও শাকিবের একসঙ্গে তোলা ৫টি ছবি শেয়ার করেন বুবলী। ছবিতে দেখা যাচ্ছে, ছেলে বীরকে আদর করছেন শাকিব।
এ ছবির ক্যাপশনে বুবলী লেখেন, পরিবার। যেখানে জীবন শুরু এবং ভালোবাসার যেখানে শেষ নেই।
চিত্রনায়িকা শবনম বুবলীর পর ফেসবুকে পোস্ট করেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফেসবুকে একমাত্র ছেলে আব্রাম খান জয় ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের একসঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিশেষ বার্তা দেন অভিনেত্রী।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফেসবুকে জয় ও শাকিবের একসঙ্গে তোলা ৩টি ছবি শেয়ার করেন অপু। ছবিতে দেখা যাচ্ছে, ছেলে জয়ের সঙ্গে ঘুমিয়ে আছেন বাবা শাকিব।
ছবির ক্যাপশনে অপু লেখেন, বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই।
তিনি আরও লেখেন, তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।