বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজগঞ্জ জেলা শাখা সম্প্রতি কামারখন্দ উপজেলা শাখায় আওয়ামী লীগ নেতাদের পদ দেওয়া হয়েছে এবং এতে আর্থিক লেনদেন হয়েছে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বুধবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিল
ঘোষণা করেছে জেলা কমিটি।
ঘোষণা করেছে জেলা কমিটি।
জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য জানান, গত ২০ এপ্রিল ২০২৫ তারিখে কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু পরদিনই, ২১ এপ্রিল, জানা যায় যে, কমিটির কিছু সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নন। ফলে, তাৎক্ষণিকভাবে কমিটির কার্যক্রম স্থগিত করা হয় এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও জেলা বিএনপিকে তা লিখিতভাবে জানানো হয়।
এই স্থগিতাদেশের সংবাদটি একটি স্থানিয় পত্রিকায় ৫ মে প্রকাশিত হয়েছিল।
সংবাদ সম্মেলনে তিনি আরো উল্লেখ করেন, “কমিটির কার্যক্রম স্থগিত হওয়ার প্রায় একমাস পর ২০ মে বিভিন্ন গণমাধ্যমে আর্থিক লেনদেন করে আওয়ামী লীগের লোকদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশ আমাদের হতবাক করেছে। কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থানের পক্ষ থেকে মুক্তিযোদ্ধারা টাকা নিয়ে কমিটি অনুমোদন দিয়েছেন এমন ভিত্তিহীন বক্তব্য মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে।
মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান-এমন মন্তব্য করে আজিজুর রহমান দুলাল বলেন, “মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করেছেন, তারা কখনোই অর্থের কাছে বিক্রি হতে পারেন না। তাই এমন দায়িত্বহীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় তিনি “কমিটি স্থগিত হওয়ার বিষয়ে জেলা বিএনপিকে জানানো হলেও কেন বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হলো, তার বিচার জেলা নেতৃবৃন্দের ওপর ছেড়ে দিলাম।
একই সাথে ২৮ মে বুধবার আনুষ্ঠানিকভাবে কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক কমিটি বাতিল ঘোষণা করা হলো। তিনি গণমাধ্যমকে বিভ্রান্তিমূলক সংবাদের পরিবর্তে সঠিক তথ্য প্রচারের আহবান জানান।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, সিরাজগঞ্জ জেলা শাখা অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।