খুলনা মহানগরীর ২৯ মে বিকেলে ৭ নম্বর ঘাট থেকে একটা অজ্ঞত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ৭ নং ঘাটে যারা ট্রলার পারাপার করে মাঝি প্রথমে লাশটিকে ভাসমান দেখে পরবর্তীতে কিনারে নিয়ে আসে.৯৯৯ কল করে ।প্রত্যক্ষদর্শীরা জানান. মরা দেহোর মুখটা গামছা দিয়ে বাধা ছিল।
পুলিশ এসে মরা দেহটি উদ্ধার করে এবং খুলনা মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠায়। মরদেহটির পরিচয় এখনো জানা যায়নি। তথ্য উদঘাটনের জন্য পুলিশের পাশাপাশি সিআইডি কাজ করে যাচ্ছে।