Dhaka ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরের উপকূল অতিক্রম শুরু করেছে নিম্নচাপ: চার ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় চার ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে প্লাবিত হয়েছে অনেক উপকূলীয় জেলা।
আজ বৃহস্পতিবার ২৯ মে বিকেলে দেওয়া ঘূর্ণিঝড়ের জন্য বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানান তিনি।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ১৪ উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা
ঘূর্ণিঝড়ের জন্য বিশেষ পূর্বাভাসে আবহাওয়া আরও জানায়, অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ২-৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু এদিকে নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের মহেশখালীতে গভীর নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। তার নাম দানু মিয়া (৪২)। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার কুতুবজোমের ঘটিভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাগরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে। দানু মিয়া দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে জোয়ারের পানিতে পড়ে অজ্ঞান হয়ে যান। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত দানু মিয়া ঘটিভাঙা এলাকার মৃত নূর হোসেনের ছেলে।মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মাহফুজুল হক জানান, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।
নিম্নচাপের প্রভাবে সুন্দরবন ও মোংলার বিস্তীর্ণ এলাকা প্লাবিতনিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে, যার ফলে স্বাভাবিক জোয়ারের তুলনায় আড়াই থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল।

বৃহস্পতিবার জোয়ারের সময় সুন্দরবনের দুবলার চরে স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ফুট পানি বৃদ্ধি পায়। করমজল এলাকায় পানি বেড়েছে প্রায় আড়াই ফুট। এতে করে সুন্দরবনের অনেক অংশ পানিতে তলিয়ে গেলেও বনের এবং বন্যপ্রাণির তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কারণ ভাটার সময় পানি আবার নেমে যাবে।

সুন্দরবন দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, বুধবার (২৮ মে) থেকেই সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে, সঙ্গে শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত। বৃহস্পতিবারের জোয়ারে দুবলার চরে তিন ফুট পানি বেড়ে যায়। তবে সুন্দরবনের মাছ ধরার জেলেরা সবাই নিরাপদে আছেন বলে জানান তিনি।

বিরামহীন ঝড়ো হাওয়া, বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পটুয়াখালী জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে বরিশালে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। একই সঙ্গে নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

লঞ্চ চলাচল বন্ধ থাকায় দ্বীপ জেলা ভোলা ও আশপাশের নদীবেষ্টিত এলাকাগুলোর সঙ্গে বরিশালের নৌ যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে যাত্রীরা বিপাকে পড়েছেন। বন্ধ রয়েছে দৈনিক পত্রিকার সরবরাহও। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

খুলনায় জলবায়ু ঝুঁকিকে মাথায় রেখে নগর ব্যবস্থাপনা সাজানো হবে:পরিকল্পনায় বুয়েট

বঙ্গোপসাগরের উপকূল অতিক্রম শুরু করেছে নিম্নচাপ: চার ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

Update Time : ১০:১৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় চার ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে প্লাবিত হয়েছে অনেক উপকূলীয় জেলা।
আজ বৃহস্পতিবার ২৯ মে বিকেলে দেওয়া ঘূর্ণিঝড়ের জন্য বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানান তিনি।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ১৪ উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা
ঘূর্ণিঝড়ের জন্য বিশেষ পূর্বাভাসে আবহাওয়া আরও জানায়, অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ২-৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু এদিকে নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের মহেশখালীতে গভীর নিম্নচাপের প্রভাবে অতিরিক্ত জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। তার নাম দানু মিয়া (৪২)। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার কুতুবজোমের ঘটিভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাগরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে ঢুকে পড়ে। দানু মিয়া দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে জোয়ারের পানিতে পড়ে অজ্ঞান হয়ে যান। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত দানু মিয়া ঘটিভাঙা এলাকার মৃত নূর হোসেনের ছেলে।মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মাহফুজুল হক জানান, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।
নিম্নচাপের প্রভাবে সুন্দরবন ও মোংলার বিস্তীর্ণ এলাকা প্লাবিতনিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে, যার ফলে স্বাভাবিক জোয়ারের তুলনায় আড়াই থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল।

বৃহস্পতিবার জোয়ারের সময় সুন্দরবনের দুবলার চরে স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ফুট পানি বৃদ্ধি পায়। করমজল এলাকায় পানি বেড়েছে প্রায় আড়াই ফুট। এতে করে সুন্দরবনের অনেক অংশ পানিতে তলিয়ে গেলেও বনের এবং বন্যপ্রাণির তেমন কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কারণ ভাটার সময় পানি আবার নেমে যাবে।

সুন্দরবন দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, বুধবার (২৮ মে) থেকেই সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে, সঙ্গে শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত। বৃহস্পতিবারের জোয়ারে দুবলার চরে তিন ফুট পানি বেড়ে যায়। তবে সুন্দরবনের মাছ ধরার জেলেরা সবাই নিরাপদে আছেন বলে জানান তিনি।

বিরামহীন ঝড়ো হাওয়া, বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পটুয়াখালী জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে বরিশালে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। একই সঙ্গে নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

লঞ্চ চলাচল বন্ধ থাকায় দ্বীপ জেলা ভোলা ও আশপাশের নদীবেষ্টিত এলাকাগুলোর সঙ্গে বরিশালের নৌ যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে যাত্রীরা বিপাকে পড়েছেন। বন্ধ রয়েছে দৈনিক পত্রিকার সরবরাহও। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।