আগামী পাঁচ বছর কাজের জন্য এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে জাপান।
আজ বৃহস্পতিবার (২৯ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।
প্রেস সচিব ফেসবুকে তিনি লেখেন, বাংলাদেশ মানবসম্পদ সেমিনারে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভসের (এনবিসিসি) চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানান, জাপানি কোম্পানিগুলো হাজার হাজার দক্ষ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।
তিনি আরও জানান, এনবিসিসর সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী পাঁচ বছরে জাপানে কাজের জন্য এক লাখ বাংলাদেশি নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে।
এদিকে জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
সম্মেলনে যোগ দিতে বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপান পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
এর আগে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ২টার দিকে জাপানের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।