যশোর সদরের হৈবতপুর ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিককে ডিটেনশন দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলাম। বুধবার রাতে পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। আবু সিদ্দিক ছোট হৈবতপুরের জয়নাল আবেদীনের ছেলে এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে শেখ হাসিনা
রাষ্ট্র ক্ষমতাচ্যুৎ হওয়ার পর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেন। বর্তমান
সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আবু সিদ্দিক তার ব্যবহৃত মোবাইল ফোনের
মাধ্যমে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনের বক্তব্যে তিনি
উদ্বুদ্ধ হন। বর্তমান সরকারকে উৎখাত করে শেখ হাসিনাকে দেশে এনে পুনরায়
ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছেন। এ কারণে রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা ও
ক্ষতিকর কার্যকলাপ হতে পরিত্রাণ পাওয়ার জন্য আবু সিদ্দিককে ফৌজদারি
কার্যবিধি ১৮৯৮ এর ৫৪ ধারায় তাকে আটক করা হয় এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ৩(২) ধারা মোতাবেক ডিটেনশনের (আটকাদেশের) জন্য জেলা ম্যাজিস্ট্রেট
বরাবর আবেদন করা হয়। মঞ্জুর হওয়ায় তাকে ডিটেনশনে কারাগারে পাঠানো
হয়েছে।