বিএনপি নেতা ইশরাক হোসেন জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে।
অন্তর্র্বতী সরকার শপথের ব্যবস্থা না করায় নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে উল্লেখ তিনি বলেন, যদি শপথের ব্যবস্থা না নেয় তাহলে আগামীকাল থেকে নগরবাসিকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ সরকারের দাবিতে আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে নগরভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। মূলত নেতাকর্মীদের খোঁজখবর নিতেই তিনি নগরভবনে আসার পর এ কথা বলেন তিনি।
সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করেই নগর ভবনের সামনে এসে জমায়েত হতে থাকেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা ইশরাকের সমর্থকরা।
একই দাবিতে সকাল থেকে সবধরনের কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নগর ভবনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। টানা ১৫ দিন ধরেই নগর ভবনের প্রত্যেকটা ফটকেই তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এদিকে, আবার খারিজ হওয়া রিটের লিভ টু আপিল নিষ্পত্তি করেন আপিল বিভাগ। ইশরাক হোসেনের আইনজীবী জানিয়েছেন, শপথ বিষয়ে এখন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন আদালত।
তিনি বলেন, নির্বাচন কমিশনের গেজেট বহাল থাকায় স্থানীয় সরকার মন্ত্রনালয় ইশরাক হোসেনকেশপথ পড়াতে বাধ্য।
এদিকে রিটকারী আইনজীবী বলেছেন, ইলেকশনের পরে মেয়াদ শেষ হয়েছে, ফলে শপথ গ্রহণের কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে, তারা একটি দলের পক্ষ হয়ে কাজ করছে।