আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কুমিল্লার হোমনায় আইনশৃঙ্খলা রক্ষায় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, যানজট, অস্থায়ী পশুর হাটে আগত ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা ও হাসুলি (টুল) আদায়সহ অন্যান্য বিষয়ে বিশদ আলোচনা ও সিদ্ধান্ত হয়।
এতে উপস্থিত ছিলেন হোমনা থানার উপ-পরিদর্শক এহসানুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শহিদুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুম পারভীন লুনা, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা এএসএম সামিউল ইসলাম, ফায়ার সার্ভিস স্ইটেশন ইনচার্জ মো. হাবিবুর রহমান, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, মাথাভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেক সরকার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হক, মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন, ইয়াবার মডেল কেয়ার টেকার মো. বিল্লাল হোসেন, দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুস সাত্তার আল ক্বাদরী, ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বাংলাদেশ গ্ৰাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবু নাসের প্রমুখ।