কুমিল্লার হোমনায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এস ও ডি’র আলোকে জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও হোমনা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (কাবিখা-৩) উপ-পরিচালক মো. নূরুল ইসলাম, বিশেষ অতিথি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. শফিকুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পরিচালনায়
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ও গণমাধ্যম কর্মীসহ ৩৫ জন এতে অংশগ্রহণ করেন।